adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিয়ান ওপেন জিতলেন শারাপোভা

Sharapovaস্পোর্টস ডেস্ক : তৃতীয়বারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন মারিয়া শারাপোভা। স্প্যানিশ টেনিস কন্যা কার্লা সুয়ারেজকে ৪-৬, ৭-৫ ও ৬-১ সেটে হারিয়ে ক্যারিয়ারের ৩৫তম ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্ল–টিএ) ট্যুরের ট্রফি জিতে নেন এই রাশিয়ান টেনিস তারকা।
ফাইনাল ম্যাচের পর টেনিসের ওয়ার্ল্ড র‌্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। শিরোপা জয়ের মধ্য দিয়ে ২৮ বছর বয়সী শারাপোভা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষস্থানটি যথারীতি সেরেনা উইলিয়ামসের দখলে।
ইতালির রোমে অবস্থিত ফোরো ইতালিকো গ্রাউন্ডে প্রথম সেটেই ৪-৬ ব্যবধানে হেরে যান শারাপোভা। পরের সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৭-৫ গেমে সমতায় ফেরেন। শেষ সেটে সুয়ারেজকে দাঁড়াতেই দেননি। একতরফাভাবেই ৬-১ গেমে শিরোপা নিশ্চিত করেন। প্রায় আড়াই ঘন্টা যাবৎ ম্যাচ চলার পর খেলার নিষ্পত্তি ঘটে।
উল্লেখ্য, এ নিয়ে মোট ৩৯টি একক শিরোপা জিতেছেন শারাপোভা। এর মধ্যে ডব্লটিএ ৩৫টি ও ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) ট্রফি ৪টি। সর্বশেষ ২০০৫ সালে আগস্টের ২২ তারিখের ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে তিনি শীর্ষে ছিলেন।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া