adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে কোহলিকে চান গাভাস্কার

virat-kohli.স্পোর্টস ডেস্ক : টানা ম্যাচ খেলে ক্লান্ত বিরাট কোহলি বিশ্রামের আবেদন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। আসন্ন বাংলাদেশ সফরের আগে বোর্ড কর্তাদের এ কথা বলেছেন ভারতীয় দলের ‘রকস্টার’। কিন্তু সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের মতে, টাইগারদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ না খেললেও টেস্ট খেলা উচিৎ বিরাটের।
গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের পর বিশ্রাম নেননি বিরাট। লম্বা সময় ধরে ক্রিকেট খেলায় এখন ক্লান্ত এই ক্রিকেটার। তাই বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকতে চাইছেন তিনি। এ ব্যাপারে গাভাস্কার বলেছেন, ‘আমি চাইব টেস্ট খেলে তারপর বিশ্রামে যাক বিরাট। শুধু বিরাটই নয়, ওয়ানডেতে বিশ্রামে থাকুক অশ্বিন, উমেশের মতো ক্রিকেটাররাও। কারণ টানা বোলিং করে এরাও ক্লান্ত।’
টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডেতে খেলবেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই কোহলিকে টেস্ট খেলতে পরামর্শ দিয়েছেন গাভাস্কার। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে নাকানি-চুবানি খেয়েছে পাকিস্তান। স্বাগতিকদের কাছে ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ ও একমাত্র টোয়েন্টি২০তে হেরেছে তারা। তবে দুই টেস্টের সিরিজ ১-০ তে জিতেছে পাকিস্তান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া