adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সাক্ষী না রাখতে নূর হোসেনকেও হত্যার নির্দেশ ছিল’

14316833127 marder-mtnews24ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জে আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় চাকরিচ্যুত মেজর (অব.) আরিফ হোসেন তার জবানবন্দিতে জানিয়েছেন, সাতজনকে হত্যার পর সাক্ষী না রাখতে নূর হোসেনকে হত্যা করতে নির্দেশ দেয়া হয়েছিল।  কিন্তু পরিস্থিতির অবনতি ঘটতে পারে এ আশঙ্কায় তিনি নূর হোসেনকে হত্যা করেননি।
 
আদালতে দেয়া মোহাম্মদ আরিফ হোসেনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ২০ পাতার মধ্যে এ তথ্য পাওয়া গেছে।  ২০১৪ সালের ৪ জুন জবানবন্দিটি রেকর্ড করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন।
 
হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম দায় স্বীকার করেন মিশনে নেতৃত্ব দেয়া মেজর (অব.) আরিফ।  ২০১৪ সালের ১৭ মে ভোরে ঢাকা সেনানিবাসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  পরে কয়েক দফা রিমান্ডে নেয়ার পর আরিফ স্বীকারোক্তি দেন।
 
জবানবন্দিতে আরিফ হোসেন জানান, অপহৃত সাতজনকে হত্যার পর নদীতে লাশ ফেলে ফেরত আসার সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি অপস) কর্নেল জিয়াউল আহসান স্যার আমাকে মোবাইলে ফোন করেন।

ওই সময় আমি ফোন না ধরে বিষয়টি তারেক স্যারকে জানাই।  তিনি পরে জানান, জিয়াউল স্যার আমাকে ও তাকে তার অফিসে যেতে বলেছেন।  পরে তিনি শুধু আমাকে ও আমার টিমের সদস্যদের তার অফিসে যেতে বলেন।

রাত অনুমান সাড়ে তিনটার দিকে ট্রলারে করে নারায়ণগঞ্জ ঘাটে এসে স্যারকে দেখতে পাই।  আনুমানিক রাত চারটার দিকে আমি জিয়াউল স্যারের কাছে গেলে তিনি জিজ্ঞাস করেন, নজরুল কোথায়? তিনি আবারো আমাকে একই প্রশ্ন করেন।  পরে তারেক স্যার ফোন করে আমাকে সব বলতে বললে আমি সব জানাই।
 
জবানবন্দিতে তিনি বলেন, ২৮ এপ্রিল আবার আমি ও তারেক স্যার জিয়াউল স্যারের কাছে যাই।  জিয়াউল স্যার নূর হোসেনের বিষয়ে তথ্য নেন।  এরপর তিনি জানান, আজকের মধ্যে নূর হোসেনকে মেরে ফেলতে হবে।  তখন আমি বলি যে, নজরুলের কারণে নারায়ণগঞ্জ গরম হয়ে আছে।  এ অবস্থায় নূর হোসেনকে হত্যা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
 
তিনি জানান, জিয়াউল স্যার পরে তারেক স্যারকে বলেন যে, এটা তোমাকে করতে হবে।  তারপর আমি ও সিও স্যার নারায়ণগঞ্জে চলে আসি।
 
আরিফ হোসেন বলেন, ওইদিনই বিকেলে অফিসে যাওয়ার পর আমরা জানতে পারি যে, আমাদের র‌্যাব হেডকোয়ার্টার ক্লোজ করেছে।  ওইদিন রাতেই মুভ অর্ডার নিয়ে রাতেই মাতৃবাহিনীতে যোগদান করি।  পরেরদিন সপরিবারে নারায়ণগঞ্জ থেকে ঢাকা সেনানিবাস চলে যাই।
 
উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। এর তিনদিন পর তাদের লাশ শীতলক্ষ্য নদীতে ভেসে ওঠে।
 
সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা ছাড়াও আরো ১৪ জন র‌্যাব সদস্যসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন র‌্যাব সদস্যসহ ২১জন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।  ১২ জন র‌্যাব সদস্যসহ মোট ১৭ জন আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।  তথ্যসূত্র : ইত্তেফাক

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া