adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে বর্ণবাদের শিকার সাঙ্গাকারা!

Sangakara1431441481আন্তর্জাতিক ডেস্ক : কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার কিংবদন্তিসম ব্যাটসম্যান। সদ্য সমাপ্ত বিশ্বকাপে যিনি টানা চার সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন।
বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তিনি। জাতীয় দলের হয়ে না খেললেও ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলবেন এই তারকা। সারের সঙ্গে যোগ দিতে সোমবার লন্ডনে পৌঁছে বিমানবন্দরে হেনস্তার শিকার হন লংকান এই তারকা ক্রিকেটার।
 
এমনকি তিনি বর্ণবাদেরও অভিযোগ করেছেন। আর তার অভিযোগ নির্দিষ্ট একজন অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে। বাকিদের অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন।
 
লন্ডনে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাঙ্গাকারা লেখেন, ‘গত রাতে লন্ডনে এসে পৌঁছেছি। অমার্জিত ও চরম অভদ্র অভিবাসন কর্মকর্তার কারণে এবার ভয়াবহ অভিজ্ঞতা হল।’
 
অন্য টুইটে তিনি লিখেছেন, ‘একজন মানুষের শরীরের রং, ধর্ম, বর্ণ কিংবা সুনাম কোনো ব্যাপার নয়। প্রত্যেক পর্যটক ভদ্রতাটুকু পাওয়ার যোগ্য।’
 
নিরাপত্তার গুরুত্বের কথা উল্লেখ করে সাঙ্গাকারা লেখেন, ‘নিরাপত্তার গুরুত্ব আমি ভালোমতোই বুঝি। কিন্তু সামান্য সৌজন্য আর ভদ্রতা তো আশা করাই যায়।’
 
অবশ্য বাকি অভিবাসন কর্মকর্তাদের প্রশংসা করেছেন তিনি, ‘ভাগ্য ভালো যে যুক্তরাজ্যের বাকি অভিবাসন কর্মকর্তারা খুবই ভালো।’
 
তথ্যসূত্র : আইবিএন লাইভ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া