adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে ফের আঘাত হেনেছে ভূমিকম্প

full_460861733_1431420864আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ফের বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এবারের ভূমিকম্পটি ৭ দশমিক ৪ মাত্রার বলে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে বলে এনডিটিভি জানিয়েছে। এ ভূমিকম্পটির কম্পন ভারতের উত্তরাঞ্চলসহ বাংলাদেশেও অনুভূত হয়েছে। মঙ্গলবার ভারতের স্থানীয় সময় বেলা ১২.৪০ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়।

গত ২৫ এপ্রিলে নেপালে আঘাত হানা ওই ভূমিকম্পের মতোই মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কাঠমান্ডুর মানুষেরা ভূমিকম্পের ফলে আতঙ্কে রাস্তায় বের হয়ে আসে। তবে এখনো পর্যন্ত কোনো বাড়িঘর বিধ্বস্ত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

খবরে জানা গেছে, শহরটির দোকান মালিকেরা তাদের দোকান-পাট বন্ধ করে দিয়েছে।





রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল এভারেস্টের বেসক্যাম্পের কাছে। ওই ক্যাম্পটি ২৫ এপ্রিলের ভূমিকম্পের পর বরফধসে ১৮ পর্বতারোহী নিহত হওয়ার পর খালি করে ফেলা হয়েছিল।





উল্লেখ্য, ২৫ এপ্রিল কাঠমান্ডুতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এতে ৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া