adv
২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

স্বামী সালাহ উদ্দিনের কাছে যেতে চান হাসিনা

Hasinaনিজস্ব প্রতিবেদক : ভারতের শিলংয়ের একটি মানসিক হাসপাতালে চিকিতসাধীন প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। এখন তার কাছে যেতে চান স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার দুপুরে হাসিনা আহমেদ গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে এ কথা জানান। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে।
এসময় সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রীকে ফোনে বলেছেন, ‘আমি বেঁচে আছি, সকলের দোয়ায় ভালো আছি। তাই স্বামী সালাহ উদ্দিনের পাশে থাকার জন্য শিগগিরই শিলং যেতে সরকারের সহযোগিতা চেয়েছেন হাসিনা আহমেদ।
যার সঙ্গে কথা হয়েছে তিনি সালাহউদ্দিন আহমেদ কি না এমন প্রশ্নের জবাবে হাসিনা আহমেদ বলেন, ‘আমার স্বামীর কণ্ঠ আমি চিনবো না? আমি তার সঙ্গেই কথা বলেছি।’
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ঘটনার পর থেকে দেশবাসী আমাদের পরিবারের সঙ্গে ছিল। আমাদের সাহস যুগিয়েছে তারাই। আমরা দেশবাসির কাছে কৃতজ্ঞ।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া