adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একই সাথে ১০০ বছরের দাম্পত্য জীবনের অবসান

1430889507gghz33niআন্তর্জাতিক ডেস্ক : ইন্দো-নেপাল সীমান্তের গ্রামে আজ থেকে ১০০ বছর আগে বিয়ে হয়েছিলো ২০ বছর বয়সী এক যুবক যুবতীর। যে হাতে হাত ধরে তারা নতুন জীবনে শুরু করেছিলো, সেই জীবনের ইতি টানলো দু’জনে একই সাথে একই দিনে। প্রায় একশো বছর একসঙ্গে কাটিয়ে একই দিনে মৃত্যু হলো ওই বৃদ্ধ দম্পতির।
ইন্দো-নেপাল সীমান্তে লখিমপুর খেরি গ্রামে ঘটে এই অভূতপূর্ব ঘটনা। ফকিরা যখন রাধিকাকে বিয়ে করেছিলেন, তখন তাঁদের দু'জনেরই বয়স ছিল ২০-র মধ্যে। কয়েক দিন আগেই ফকিরা ১০৭ বছরে পা দেন। রাধিকার বয়স হয় ১০৩।
শতবর্ষের ওই দম্পতির জুটি ভেঙে যায় গত শনিবার। ওই দিন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রাধিকার। এত দিনের জীবনসঙ্গিনীর চলে যাওয়ার শোক নিতে পারেননি বৃদ্ধ ফকিরা। স্ত্রী-র শোকে ওই দিন রাতেই হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফকিরা।

শতবর্ষের দম্পতিকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন আশেপাশের একাধিক গ্রামের মানুষ। হিন্দু-মুসলিম নির্বিশেষে ধুমধাম করে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করেছেন তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া