adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে সারবোঝাই জাহাজ আংশিক ডুবে গেছে

Bagerhat-thereport24 (1) ডেস্ক রিপোর্ট : সুন্দরবনের ভোলা নদীতে ‘এমভি জাবা লেমু’ নামে একটি সারবোঝাই কার্গো জাহাজ আংশিক ডুবে গেছে। সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের মরাভোলায় ডুবোচরে আটকে মঙ্গলবার বিকেলে জাহাজটির তলা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটি উদ্ধার করতে দু’টি কার্গো কাজ করছে বলে জানা গেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ জানান, গত ৩ মে (রবিবার) মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি কার্গো জাহাজ ওইদিন বিকেল পাঁচটার দিকে সুন্দরবনের ভোলা নদীর মরাভোলার ডুবোচরে আটকে পড়ে। মঙ্গলবার সকালে মালিকপক্ষ জাহাজটিকে উদ্ধার করতে মেসার্স নুরুল হক ও এমভি সাদি নামে দু’টি কার্গো জাহাজ নিয়ে সেখানে যায়।
চরে আটকে পড়া কার্গোটিকে উদ্ধার করতে গেলে এর তলা ফেটে যায়। এতে জাহাজের ভেতরে পানি উঠে একটি অংশ পানিতে নিমজ্জিত হতে শুরু করে। ওই জাহাজটির সার সরিয়ে নিতে মালিকপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, কার্গো জাহাজটি ৬৭০ টন এমওপি সার নিয়ে মংলা বন্দর ছাড়ে বলে শুনেছি।
এর আগে, গত ১০ ডিসেম্বর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে যায়। ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়লে সুন্দরবনের ইরাবতী ডলফিনসহ ম্যানগ্রোভ বনটির জীববৈচিত্র্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এ ঘটনায় জাতিসংঘসহ দেশের পরিবেশবিদরা সুন্দরবনের ভেতর দিয়ে নৌ-চলাচল বন্ধের দাবি জানায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া