adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তিন মন্ত্রীকে পদত্যাগ করে দলে ফিরতে বললেন এরশাদ

Arshad1430754039ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকারে থাকা দলীয় তিন মন্ত্রীকে পদত্যাগ করে দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। 
সোমবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর মহানগর জাপার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান। 

এরশাদ বলেন, ‘দেশের মানুষ জানে যে, আমরা বিরোধী দল। দুঃখ লাগে, বিরোধী দল বলতে। সরকারে আমাদের দলের তিনজন মন্ত্রী আছেন, এ কারণে জাতীয় পার্টিকে বিরোধী দল বলা যায় না।’

তিনি তিন মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এ দুঃখ থেকে রক্ষা পেতে হলে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করে দলে ফিরে আসতে হবে। তা না হলে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারব না।’ 

এরশাদ এক প্রতিমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করে জয়ী হয়ে এমপি-মন্ত্রী হয়েছে। সে এখন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দেয়। এটা কি তার সাজে? কেন জয় বাংলা বলতে হবে। এটা আওয়ামী লীগের শ্লোগান। জয় বাংলা শ্লোগানে দেশ স্বাধীন হয়েছে, এতে আমরা কৃতজ্ঞ। তাই বলে আমাদের দলের শ্লোগান হারিয়ে যাবে তা হতে পারে না।’ 
এরশাদ দলীয় এমপি ও নেতাদের উদ্দেশে বলেন, ‘কেউ বলতে পারবেন না যে, তারা আমার কাছ থেকে টাকা নেননি। আমার টাকা দিয়ে নির্বাচন করে আমার সঙ্গে বেঈমানি করলে তার ফল ভালো হবে না। এর প্রতিশোধ নেওয়া হবে।’ 
এরশাদ বিকেলে দলীয় কার্যালয়ে এসে পৌঁছালে দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন শাহানারা এমপি, জাতীয় পার্টির রংপুর মহানগর সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার, জেলা সভাপতি মোফাজ্জল মাস্টার প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া