adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতনে ১৮ মাসের রেকর্ড ভেঙেছে ডিএসইএক্স

full_699143733_1430747644নিজস্ব প্রতিবেদক : দরপতনের ধারবাহিকতায় সোমবারের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে। সূচকের এ গেল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৩ সালের ৩১ অক্টোবর এই সূচকের অবস্থান ছিল ৩ হাজার ৯৬৭ পয়েন্টে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে ৩৩০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৫১ কোটি ৮৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫০৫ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এসিআই ফরমুলেশনস, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, গ্রামীণফোন, খুলনা পাওয়ার কোম্পানি এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ২০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া