adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে দামি বক্সিং মহাযুদ্ধ জিতলেন মেওয়েদার

mayweather-victory_64500স্পোর্টস ডেস্ক : ইতিহাসের সবচেয়ে দামি বক্সিং লড়াই জিতলেন যুক্তরাষ্ট্রের ফ্লয়েড মেওয়েদার। তিনি ফিলিপাইনের ম্যানি প্যাকিয়াওকে হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানিয় সময় ২মে শনিবার লাস ভেগাসে বক্সিংয়ের এ মেগাযুদ্ধ হয়৷ ইতিমধ্যেই যাকে শতাব্দির সেরা লড়াই আখ্যা দেওয়া হচ্ছে৷ দুইজনই ছিলেন বিশ্বসেরা।

হেরে যাওয়া ফিলিপাইনের আইকন বক্সার প্যাকিয়াও আটটি ভিন্ন ওজনের বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন৷আর ফ্লয়েড মেওয়াদার পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেননি। ৪৮টি ম্যাচের প্রতিটিতে জয়ী হয়েছেন তিনি।
এ খেলায় বিচারকরা নাম্বার দিয়েছেন ১১৮-১১০, ১১৬-১১২, ১১৬-১১২। অর্থাৎ মাত্র কিছু পয়েন্টের ব্যাবধানে হেরেছে দরিদ্র ঘর থেকে উঠে আসা ফিলিপাইনের ম্যানি প্যাকিয়াও।
খেলাটি নিয়ে বেশ অনেকদিন ধরে লাস ভেগাসের উত্তেজনা ছিলো তুঙ্গে। বহু স্পন্সর উঠে এসেছিলেন খেলাটির জন্য। বহু টাকা বাজি ধরা হয়েছিলো তাদের জন্য।তবে বাজির দরে মেওয়েদারই এগিয়ে ছিলেন।
এছাড়া এর টিকিটও অনেক দাম দিয়ে কিনতে হয়েছিলো দর্শকদের। এমনকি কোনো কোনো দর্শক এ টিকিটের জন্য তিন লাখ ৫০ হাজার ডলার খরচ করেছেন।
তবে যাই হোক দুই বক্সার সব মিলিয়ে প্রায় দু’হাজার কোটি টাকা আয় করবেন এই লড়াই থেকে৷ এমনকি ম্যাচের রেফারি পর্যন্ত পেয়েছেন ১০ হাজার ডলার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া