adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের ৭০ ভাগ মানুষ বিদ্যুত পাচ্ছে : প্রধানমন্ত্রী

full_988481834_1430654447নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। সর্বোচ্চ বিদ্যুত উতপাদন হয়েছে ৭ হাজার ৫৭১ মেগাওয়াট।
তিনি বলেন, ১৯ হাজার ৬৫০ মেগাওয়াট কয়লা বিদ্যুত কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য বিদেশ থেকে কয়লা আমদানি করা হবে। 
রোববার গণভবনে ভিডিও কনফারেন্সে চারটি বিদ্যুত কেন্দ্র উদ্বোধন শেষে এক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, চার দলীয় জোটের আমলে বিএনপির নেত্রীর ছেলে খাম্বা লিমিটেড এর নামে বিদ্যুৎ খাতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা সেগুলো কাটিয়ে এখন অনেক ভাল অবস্থানে আছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রথম পাঁচ বছর এবং দ্বিতীয় বারে এখন দেড় বছরে আমরা বিদ্যুতে ব্যাপক উন্নয়ন করেছি। এখন আর ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয় না।
তিনি বলেন, বিদ্যুত ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। কারণ বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হলে টাকাও কম দিতে হবে। কারণ মিটারে টাকা কম উঠবে।
গ্রামীণ অর্থনীতিকে বেশি গুরুত্ব দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে আমরা সার্বিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবো। তাই গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে যা করা দরকার সবই করা হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া