adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মারা গেলো ৫২ সিরীয় নাগরিক

Siria1430565439আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় সিরিয়ার অন্তত ৫২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের লক্ষ্য করে সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর একটি গ্রামে শুক্রবার সকালে ওই বিমান হামলা চালায় মার্কিন জোট। সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা শনিবার এ তথ্য দিয়েছে।
 
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের মানবাধিকার সংস্থার সিরিয়া প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‘সিরিয়ার আলেপ্পো প্রদেশের বিরমালের একটি গ্রামে শুক্রবার বিমান হামলা চালায় সামরিক জোট। এতে ৫২ জন বেসামরিক নাগরিক নিহত হন।’
রামি বলেন, ‘নিহতদের মধ্যে সাতটি শিশু রয়েছে। এছাড়া বিমান হামলায় গুঁড়িয়ে যাওয়া ভবনের নিচে অন্তত ১৩ জন আটকা পড়ে আছেন।’
বিরমালের দুই কিলোমিটারে দূরের একটি শহরে আইএসের সঙ্গে দেশটির বিদ্রোহী ও কুর্দি সেনাদের ব্যাপক সংঘর্ষ হলেও বিরমালে আইএসের কোনো আস্তানা নেই। এমনকি সেখানে কোনো সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে এএফপিকে জানান রামি আবদেল রহমান।
রামি বলেন, শুক্রবারের বিমান হামলায় ‘একজনও আইএস যোদ্ধা’ নিহত হননি। তবে কোবানিতে সামরিক অভিযানে সাত জিহাদি নিহত হয়েছেন বলে জানিয়েছেন রামি।
২০১৪ সালের সেপ্টেম্বরে সিরিয়ায় বিমান হামলা শুরুর পর এ নিয়ে অন্তত ১১৮ জন সাধারণ মানুষকে হত্যা করল মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। তথ্যসূত্র : আলজাজিরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া