adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ম্যানইউ ছাড়বেন ডি মারিয়া !

Dmaria1430567857স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া খুব একটা ভালো মৌসুম কাটাতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডে। রিয়াল মাদ্রিদে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর গেলো বছর রেড ডেভিলসের খাতায় নাম লেখান তিনি।কিন্তু ম্যানইউর শিবিরে যোগ দিয়ে চলতি মৌসুমে ফর্মহীনতায় ভুগেছেন ডি মারিয়া।

এই ফর্ম নিয়ে ম্যানইউ তাকে (মারিয়াকে) দলে রাখবে কি, রাখবে না এটাই এখন প্রশ্ন। এছাড়া ডি মারিয়া নিজেই রেড ডেভিলসের শিবিরে থাকবেন কি, থাকবেন না তা এখন সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবশ্য ইতোমধ্যেই শোনা গেছে ডি মারিয়া ম্যানইউ ছাড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
 
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার লুইস ভ্যান গালও ডি মারিয়াকে পরামর্শ দেন তিনি চাইলে এই গ্রীষ্মে ওল্ড ট্রাফর্ড-এ থাকতে পারেন, আবার চাইলে চলেও যেতে পারেন।
 
ভ্যান গাল স্বীকার করেন যে, তিনি তার (ডি মারিয়ার) ট্রান্সফার আবেদন বিবেচনা করে দেখবেন।
ডি মারিয়া সম্পর্কে ভ্যান গাল বলেন, ‘ক্লাব প্রত্যেক খেলোয়াড়ের ট্রান্সফারের বিষয়ে তাদের নিজেদের মতামতের প্রাধান্য দিয়ে থাকে। সে সিদ্ধান্ত নিয়েছে, তবে আমরা জানতে চাই সে কি সিদ্ধান্ত নিয়েছে।’
 
ভ্যান গাল আরও বলেন, ‘তিনি বলেননি যে তার এই মৌসুম দুর্দান্ত কেটেছে। এই সিদ্ধান্ত শুধু তার একার নয়। কারণ, তিনি আমাদের সঙ্গে এখনও চুক্তিবদ্ধ। আমরা দলের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো এবং মূল্যায়ন করবো, এটা আমি সবসময় করি। এবং আমরা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো এবং এটা শুধু দুই একজনের ক্ষেত্রেই নয় প্রত্যেকের ক্ষেত্রে।’
 
ভ্যান আরও বলেন , ‘আমি তার (ডি মারিয়া) মনোভাবে খুবই আনন্দিত। এই বিষয়ে কোন সমস্যা নেই। আমি আশা করি ডি মারিয়া এখানেই থাকবেন এবং দলের জন্য পরিশ্রম করবেন।’
 
ম্যানচেস্টার-এর এই ম্যানেজার মনে করেন, প্রত্যেক খেলোয়াড়ই এই মৌসুমে তাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। ভাগ্য তাদের মৌসুম বিনষ্ট করেছে। ডি মারিয়া সামনের মৌসুমে ফের জ্বলে উঠবেন। সব সমস্যা কাটিয়ে ডি মারিয়া রেড ডেভিলসের সঙ্গেই থাকবেন বলে তিনি আশা করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া