adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

শাহজালালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাময়িক বরখাস্তনিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধী গোলাম আজমের স্ত্রীকে বিমানবন্দরে প্রোটকল দেয়ার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) ইফতেখারুদ্দিন জাহানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্ত করে সিভিল এভিয়েশনের সদর দপ্তরে সংযুক্ত করে রাখা হয়েছে।

শনিবার সিভিল এভিয়েশনের উপপরিচালক (প্রশাসন) ক্যাপ্টেন (অব.) একরামুল্লাহ সাংবাদিকদের এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শাহজালালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখারুদ্দিন জাহানকে শুক্রবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের স্ত্রীর প্রোটকল দেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
সূত্রটি আরও জানায় প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখারুদ্দিন এর আগেও ২ বার বরখাস্ত হয়েছিলেন। এ ব্যাপারে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আলমগীর হোসেন  জানান, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখারুদ্দিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুনেছি। কিন্তু কি কারণে তা আমি জানি না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া