চলে গেলেন ব্রিটিশ ঔপন্যাসিক রুথ রেন্ডল
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের অপরাধ বিষয়ক লেখিকা ও ঔপন্যাসিক রুথ রেন্ডল আর নেই। শনিবার ৮৫ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার প্রকাশনির পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর বিবিসির।
খবরে বলা হয়, রেন্ডল তার জীবনে ৬০টির বেশি উপন্যাস লিখেছেন। যার মধ্যে ইন্সপেক্টর ওয়েক্সফোর্ড’র জন্য সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন তিনি। ইন্সপেক্টর ওয়েক্সফোর্ড দিয়ে জনপ্রিয় একটি টিভি সিরিজ তৈরি করা হয়েছিল। যেটা খুবই সফল হয়েছিল।
সমসাময়িককালের ব্রিটেনের সবচেয়ে বেশি বই বিক্রিত হওয়া লেখকদের মধ্যে রেন্ডল অন্যতম। তিনি বারবারা ভিন ছদ্মনামেও লিখতেন। জন্ম ইংল্যান্ডের এক্সেসে।
তার প্রথম ওয়েক্সফোর্ড বই (ফরম ডুন উইথ ডেথ) ১৯৬৪ সালে প্রকাশিত হয়েছিল। তার অনেক উপন্যাস ২০টিরও বেশি ভাষায় প্রকাশিত হয়েছে। তার সর্বশেষ উপন্যাস ‘ডার্ক কনার্স’ চলতি বছরের অক্টোবরে প্রকাশ হওয়ার কথা রয়েছে।