adv
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যম হচ্ছে শান্তির পথে সহায়ক শক্তি : তথ্যমন্ত্রী

inu1430573554নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার বিশ্বাস করে, টেকসই উন্নয়ন ও দীর্ঘস্থায়ী শান্তির পথে অগ্রযাত্রায় গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগুরুত্বপূর্ণ তথ্য মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এগিয়ে নিয়ে যায় দেশ ও সমাজকে।’
 
রোববার ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে । এ উপলক্ষে শনিবার এক বিবৃতিতে গণমাধ্যমের সঙ্গে যুক্তদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় তিনি এসব কথা বলেন।
 
তথ্যমন্ত্রী বলেন, ‘সভ্যতার এ উত্তরণকালে গণমাধ্যমের তাৎপর্য কার্যতই অপরিমেয়। এই মহান কর্মে যারা নিয়োজিত, তাদের দিকে লক্ষ্য রেখেই সরকার প্রতিষ্ঠা করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতিসংঘের এ বছরের প্রতিপাদ্য ‘সাংবাদিকতা প্রসারিত হোক’ এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।’
 
তিনি আরো বলেন, ‘বিগত সরকারের আমলের দ্বিগুণ, সহস্রাধিক দৈনিক পত্রিকার প্রকাশনা, সরকারি তিনটি টেলিভিশনের পাশাপাশি পঁচিশটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারের পাশাপাশি পনেরটি বেসরকারি এফএম রেডিওর পূর্ণ স্বাধীন সম্প্রচারের ব্যবস্থা করেই সরকার ক্ষান্ত হয়নি। তৃণমূল ও উপকূলীয় জনগোষ্ঠির কণ্ঠস্বর হিসেবে বেসরকারি খাতে জন্ম দিয়েছে কমিউনিটি রেডিও। ইতিমধ্যেই সতেরটি কমিউনিটি রেডিওর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে ইথারে।’
 
তথ্যমন্ত্রী আরো বলেন,‘গণমাধ্যমের এই ঐতিহাসিক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার প্রণয়ন করেছে তথ্য অধিকার আইন। এই আইন প্রয়োগ করে সব ক্ষেত্র থেকে তথ্য পেতে জনগণকে উৎসাহী করে তুলতে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার। তথ্য কমিশনের চলমান এ প্রশিক্ষণে  ইতিমধ্যেই এক হাজার গণমাধ্যম কর্মী অংশ নিয়েছেন।’
 
‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’-তে উৎকৃষ্ট সাংবাদিকতা, গণমাধ্যমসহ সব ক্ষেত্রে নারী-পুরুষের সমমর্যাদা এবং গণমাধ্যমের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার মহান ব্রত পালনে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া