adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রাবাড়িতে ভবন হেলে পড়েছে – আতঙ্কিত বাসিন্দারা

building1430468653নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকায় সাততলা একটি আবাসিক ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এ সময় ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাতক্ষণিকভাবে তাদের সরিয়ে নেওয়া হয়। 
 
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে  ধলপুর এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যদের পাঠানো হয়।
 
ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে ওই বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলেন। এ সময় পুলিশের উপস্থিতিতে ওই ভবনের বাসিন্দাদের সবাইকে সরিয়ে নেওয়া হয়।
 
যাত্রাবাড়ী থানার এসআই  শাহজাহান জানান, ঘটনাস্থলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারাও আছেন। কেন ভবনটি হেলে পড়েছে- তা খতিয়ে দেখছেন।
 
গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প হলে পাশ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশ কেঁপে ওঠে। ৭ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে জাতিসংঘের এক হিসেবে বলা হয়েছে।
বাংলাদেশেও অনেক ভবন হেলে পড়ার খবর ইতিপুর্বে পাওয়া গেছে। যাত্রাবাড়ীর এই ভবনটি ভুমিকম্পের ফলে হেলে পড়েছে- নাকি অন্য কোনো কারণ রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া