adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালমা শাহীনের কবিতা ‘ডাকঘর’

post box

ডাকঘর !

সালমা শাহীন

আজ ঘরের পাশে; সেই ডাকঘর নেই !

যে’ ডাকঘরে তুমি পাঠাতে তোমার;

গল্পকথার শিল্পসুখ…!!

আমি বারে বারে আমার সেই ডাকঘর’

খুঁজি…আর খুঁজি !!

আমার চিরচেনা, আপন ডাকঘর ।

আমি মাঝদুপুরে রোদ, বৃষ্টি সবই

উপেক্ষা করে; ঠিকই পৌঁছে যেতাম !

আজোও ; তাই পারি…।

যতবার ডাকঘরে যাবো; তোমার লেখা’

রঙ্গিন পত্রাবলী ! ঠিক জানি পাবো !!

যতবার যাবো ; ততবারই পাবো…আর

আমি হারিয়ে যাবো তোমার গল্পকথার

মাঠে…!

যেখনে তুমি; হৃদয়খানি প্রসারিত করে,

ভরে তুলেছো; অপার্থিব প্রেমে…!!

তোমার লেখায় ঠাই’ পাওয়া শব্দগুলো;

একেকটা দৃশ্য হয়ে ওঠে…আর

সৃষ্টি করে অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক

পরিবেশ !!

এই অভূতপূর্ব ইতিহাসের একমাত্র সাক্ষী

ডাকঘর…,

আমার চিরচেনা ! আপন ডাকঘর !!

আমি মুগ্ধুতায় আচ্ছন্ন হয়ে যেতে যেতে

দেখি; রাত শেষের পথে…!!

দূর থেকে ভেসে আসে ফজরের

আজান !!!

নেই ! নেই কি কোথাও কোন ডাকঘর ?!

নেই কোন পত্রাবলী…?

নেই কোন ডাকঘর…!!??

আমার বুকের সবুজ জমিনে জেগে ওঠে

ডাকঘর !

আমি ফের খুঁজে পাই পত্রাবলীর ঘ্রাণ !!

আজ আমি নিজেই লিখতে বসি…,

লিখি আর ছিঁড়ি…আবারও লিখি…

তোমার মত না’হোক নিজের মতোই

শিল্পসুখের কাব্যকথায়…,

ফিরিয়ে আনবো সুখের রং…আর

এঁকে দিতে চাই ; অনেক দিনের

জমানও ইচ্ছের দিনলিপি…!!!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া