adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালালার ওপর হামলাকারী ১০ তালেবানের যাবজ্জীবন

Untitled-1আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষায় নারীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রদূত সর্বকনিষ্ঠ নোবেলজয়ী কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারী ১০ তালেবান জিহাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।
সোয়াতের সন্ত্রাসবিরোধী একটি আদালত বৃহস্পতিবার এ রায় দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডন ডটকম।
২০১২ সালের অক্টোবরে সোয়াতের মিনগোরায় স্কুল থেকে ফেরার সময় ১৪ বছর বয়সী মালালার ওপর বর্বর হামলা চালায় বন্দুকধারী জিহাদিরা।
ওই হামলায় মালালা ছাড়াও তার দুই স্কুলসাথী কাইনাত ও শাজিদা আহত হয়েছিলেন। তালেবান ওই হামলার দায় স্বীকার করে।
খবরে বলা হয়, ওই হামলায় করা মামলায় তালেবানের ১০ জিহাদিকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, ইসরারুল্লাহ, জাফর আলি, ইরফান, ইজহার, আদনান ও ইকরাম।
এর আগে, গত বছর সেপ্টেম্বরে পাকিস্তান সেনাবাহিনী দাবি করে, মালালার ওপর হামলায় জড়িত ১০ তালেবান জিহাদিকে তারা গ্রেফতার করেছে। তারা সবাই মালাকান্দে থাকতেন। তাদের মধ্যে সোয়াতের ফার্নিচার ব্যবসায়ী শওকত ছিলেন হামলার মূল হোতা।
প্রসঙ্গত, তালেবানের হামলায় গুরুতর আহত মালালাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে সেরে ওঠেন। আবার স্কুলে ভর্তি হন এবং নারী শিক্ষার জন্য তিনি তার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, এখনও।
নারী শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় তার ওই সাহসিকতা ও দৃঢ়তাকে স্বীকৃতি জানিয়েছে নোবেল কমিটি। ২০১৪ সালে মালালা মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া