adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বয়স ১৩, ভোট দিল ৩৩টি!


1430205146K…Uc„b„cn-gUmWhy24নিজস্ব প্রতিবেদক : বয়স তার সবেমাত্র ১৩ বছর ৬ মাস।  নাম ইব্রাহীম খলিল।   গাজীপুরের ছেলে ইব্রাহীম খলিল।  তার পিতার নাম কাজী আপেল মাহমুদ।। শিশুটি আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে একাই ৩৩টি ভোট দিয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ ভোটকেন্দ্রে ভোট দেয় সে।
ভোট দিয়ে সাংবাদিকদের ইব্রাহীম খলিল জানায়, আমি সকালে তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে পানি আনার উদ্দেশ্যে বের হই।  স্থানীয় এক ক্ষমতাসীন দলের নেতা তাকে ধরে নিয়ে যায়।  বলে, এই মার্কাগুলোতে ভোট দাও তুমি। তার কথামতো ভোট দেয় সে।  

শিশুটি জানায়, আমি একাই ইলিশ মাছ মার্কা এবং ঠেলাগাড়ি মার্কায় ৩৩টি ভোট দিয়েছি।  আমাকে কোনো টাকা-পয়সা দেয় নাই।  ভোট দেয়ার পর ভয়ে আছে খলিল।  এ কথা যদি সরকারদলীয় কেউ জেনে যায় তাহলে তার সমস্যা আছে।  এ আশঙ্কার কথাও জানায় খলিল।

এদিকে যাত্রাবাড়ীর ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলের সংরক্ষিত মহিলা প্রার্থী রাশেদা আক্তার রানুর অভিযোগ, একটা ছেলেকে দিয়ে সরকারদলীয় লোকজন ৩৩টি ভোট দিয়েছে।  এর বাইরে আরো অনেক ভোট জাল দেয়া হয়েছে।  আমার কোনো এজেন্ট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।  এ কারণে আমি নির্বাচন প্রত্যাখ্যান করছি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া