adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে বিজিবির গুলিতে আহত ৩

news_imgডেস্ক রিপোর্ট : লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিজিবি টহল দলের গুলিবর্ষণে তিন গ্রামবাসী আহত হয়েছে।

আহতরা হলেন- উপজেলার কুচলিবাড়ী এলাকার ললিতারহাট এলাকার নজরুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম, একই ইউনিয়নের পানবাড়ী এলাকার আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী ও ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম। তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট সীমান্তে জাহিদুল ইসলাম (৩৫) নামের স্থানীয় এক তামাক ব্যবসায়ীকে আটকের ঘটনায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি সদরের একটি টহল দলকে স্থানীয় জনতা অবরুদ্ধ করে রাখে। ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও বিজিবির টহল দলের বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিজিবির টহল দলের সদস্যরা গুলি ছুড়লে তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হন।

বিজিবি, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম উপজেলার শহর হতে কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদগামী ললিতারহাট আঞ্চলিক সড়কের ললিতারহাট বাজারের সামনে জাহিদুলকে (৩৫) দুই ভ্যান তামাকসহ আটক করেন বিজিবি সদস্যরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পরে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক ঘটনাস্থলে উপস্থিত হলে আরো বেশি বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও বিজিবির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজিবির টহল দলের সদস্যরা গুলি চালান। এতে তিন গ্রামবাসী গুলিবিদ্ধ হন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মেদ বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারী দলের সদস্য জাহিদুল ইসলামকে দুই ভ্যান তাকামসহ আটক করে বিজিবি। এ কারণে ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালেক বিজিবি সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করেন। এতে তিনজন আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় বিজিবির টহল দলটি অবরুদ্ধ ছিল। তাদের উদ্ধারে পুলিশ, স্থানীয় প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধিগণ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বৈঠকে বসে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া