adv
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সুদের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা

full_1377381150_1430143728ডেস্ক রিপোর্টঃ নওগাঁয় সুদের টাকা পরিশোধ করতে না পেরে দাদন ব্যবসায়ীদের চাপের মুখে নেপাল চন্দ্র বর্মন (৪৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার ভীমপুর উত্তরপাড়া গ্রামেএ ঘটনা ঘটে।

সোমবার সকালে খবর পেয়ে আম গাছের ডালের সঙ্গে দড়িতে ঝুলন্ত নেপাল বর্মনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র জানান, ভীমপুর উত্তরপাড়া গ্রামের মৃত নগেন্দ্রনাথ বর্মনের ছেলে নেপাল চন্দ্র বর্মন (৪৮) রোববার রাতে বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

তারা আরো জানান, নেপাল বর্মন সংসার চালাতে গিয়ে সরস্বতীপুর এলাকার দাদন ব্যবসায়ী ও এনজিও‘র কাছে ঋণগ্রস্থ হয়ে পড়েন। সম্প্রতি দাদন ব্যবসায়ীরা তার বাড়িতে পাওনা সুদের টাকা নিতে আসলেও তিনি টাকা দিতে পারছিলেন না। এমনকি পাওনাদার দাদন ব্যবসায়ীদের ভয়ে তিনি তার বাড়িতেও থাকতে পারছিলেন না। ধারণা করা হচ্ছে, দাদন ব্যবসায়ী ও এনজিও‘র ঋণের ও সুদের টাকা দিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। 

এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 
 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া