adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে বিএনপির পক্ষে হেফাজতের প্রচারণা!

ডেস্ক রিপোর্ট : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ছদ্মবেশে প্রচারণায় নেমেছনে হেফাজত নেতারা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা ও হেফাজতের পাশাপাশি 'আদর্শ ঢাকা আন্দোলন' সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও কার্যক্রম নেই হেফাজতের। মূলত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা হেফাজতের পরিচয় দিয়ে প্রার্থীর সঙ্গে গণসংযোগ করছনে। হেফাজত নেতারা মূলত মসজিদ, মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন স্থানে আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের সমর্থনে ভোট চাইছেন। এছাড়া জোটের প্রচারণার টিমের সঙ্গে সরাসরি থেকেও কোথাও কোথাও নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন।

বিগত সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনার সিটি করপোরেশন নির্বাচনে হেফাজতে ইসলাম ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছিল। নির্বাচন পরবর্তী বিশ্লেষণে চার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ভরাডুবির কারণ হিসেবে হেফাজতের নাম আলোচনায় উঠে আসে। ওই সময়ে বিএনপি-সমর্থিত প্রার্থীরা যোগ দেয় হেফাজতের বিভিন্ন অনুষ্ঠানে। হেফাজতও আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন ঘোষণা করে। চার সিটির নির্বাচনে বাড়ি-বাড়ি গিয়ে প্রার্থীদের হয়ে প্রচারণা চালায় হেফাজতের নেতা-কর্মীরা। ওই সময়ে গণজাগরণ মঞ্চকে ঘিরে 'নাস্তিক' ইস্যুতে ছিল হেফাজতের ততপরতা। ঘরে-ঘরে গিয়ে আওয়ামী লীগকে 'ধর্মবিরোধী' হিসেবে প্রচারণা চালায় হেফাজত কর্মীরা৷

সরেজমিনে জানা গেছে, এবারের তিন সিটি নির্বাচনে কেন্দ্রীয়ভাবে কোনও ততপরতা নেই হেফাজতের। তবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা হেফাজতের পরিচয় কাজে লাগিয়ে প্রচারণায় নেমেছেন। নিজেদের দলীয় পরিচয়ের আড়ালে হেফাজতের নামে মাঠে নেমছেনে। কার্যত নিষ্ক্রিয় হেফাজতে ইসলামের নাম পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পরাজয় নিশ্চিত করতে 'নাস্তিক' ইস্যু নিয়ে সক্রিয় তারা। এক্ষেত্রে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর মোহাম্মদ (স), হজ ও তাবলীগ নিয়ে মন্তব্য ও তার বিচারের দাবিকে কাজে লাগানো হচ্ছে ।

গত ১৮ মার্চ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। আর দক্ষিণে ৫৭টি ওয়ার্ডে ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন ভোটার। চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া