adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুস্থ যৌন জীবন উপভোগ করলে উপার্জন বাড়বে, দাবি গবেষণার

1429792684 আন্তর্জাতিক ডেস্কঃ একজন ব্যক্তি যিনি সুস্থ যৌন জীবন উপভোগ করেন, তাঁর রোজগারও তত বেশি, দাবি গবেষণার। কেমব্রিজের অ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয়ের এক অর্থনীতিবিদ ডক্টর নিক ড্রাইডাকিস সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিলেন সাড়ে সাত হাজার গ্রিকবাসীর ওপর। সেই সমীক্ষাতেই দেখা গেছে, যে ব্যক্তি যত বেশি আয় করেন, তাঁর জীবনে যৌন সংসর্গ তত বেশি। যাঁদের আয় কম বা সীমাবদ্ধ, তাঁদের জীবনে যৌন সংসর্গ তত কম ঘটে।

  মূলত ২৬ বছর থেকে ৫০ বছর বয়সি পুরুষ ও মহিলাদের ওপর এই সমীক্ষাটি চালানো হয়েছিল। ড্রাইডাকিস গবেষণা করে দেখেছেন, যৌন সম্পর্কের সঙ্গে সুন্দর, সুস্থ, ফুরফুরে জীবনের এক অদ্ভূত সম্পর্ক রয়েছে। যাঁর জীবনে যৌন সম্পর্কের উপস্থিতি কম, তিনি একাকিত্ব, মানসিক অস্থিরতা ও চঞ্চলতার মধ্যে থাকেন। এরফলে, তাঁর কর্ম জীবনও প্রভাবিত হয়। ভাল কাজ না করতে পারলে, স্বাভাবিকভাবেই কমে যায় একজন মানুষের আয় বা রোজগার। তাই ভাল কর্মজীবন বজায় রাখতে, বেশি আয় করতে এবং মনকে তরতাজা রাখতে, সুস্থ যৌন জীবন একান্ত জরুরি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া