adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের কাছে নাস্তানাবুদ দ.আফ্রিকা

tiger_ক্রীড়া প্রতিবেদক : সাত ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে এক উইকেটে হারিয়ে ৬-১ ব্যবধানের বিশাল সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করেই ছাড়লো বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।
শুক্রবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের দেয়া ২৩৪ রানে জবাবে ৯ উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতে জয় পায় নাজমুল হাসান শান্ত’র নেতৃত্বে দলটি। শুরু দিকে শান্ত’র ৫৫ ও মেহেদি হাসানের ৬১ রানে সহজ পথেই হাঁটছিল বাংলাদেশ। তবে শেষ দিকে সফরকারি বোলারদের দারুণ বোলিং ও টাইগার ব্যাটসম্যানদের রান আউটের মিছিলে বিপদে পড়ে স্বাগতিকরা। কিন্তু শেষ ওভারে যখন ১১ রানের প্রয়োজন তখন মোহাম্মদ শাফিউদ্দিন তিনটি চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২৩৩ রান করে আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ডায়ান গালিয়েম। এছাড়া ৪৯ রান করেন ডিন ফক্সক্রফট। টাইগার বোলাদের মধ্যে দুটি উইকেট পান শাফিউদ্দিন। ম্যাচ সেরা হন ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারর্ফম করা শাফিউদ্দিন।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া