adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিদের কাছ থেকে শেখা উচিত পাকিস্তানের : মিসবাহ

misbah--test-cক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে পাকিস্তান দল ৩-০ তে হোয়াইটওয়াশের পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা। হারের বৃত্তে আটকে পড়া দলের পাশে দাঁড়িয়েছেন টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। বলেছেন, ‘কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, বাংলাদেশ দল থেকে তা শেখা উচিত পাকিস্তানের।’
বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মিসবাহ। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন আজহার আলী। অধিনায়ক হিসেবে তার নেতৃত্বেই বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এমন দল নিয়ে নিন্দার ঝড় উঠেছে সবখানে। কিন্তু এ নিয়ে বিচলিত নন মিসবাহ। বলেছেন, ‘দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন ক্রিকেটার যেমন জায়গা পেয়েছেন তেমনি অনেকে আবার দীর্ঘদিন পর দলে ফিরেছেন। তাই গুচ্ছিয়ে উঠতে দলটিকে একটু সময় দেওয়া উচিৎ। আমার মনে হয়, আতঙ্কিত না হয়ে ক্রিকেটাদের ওপর আস্থা রাখাই ভাল।’
সময় দিলে যে কোনো দলের চেহারা বদলে যায় তখন জয়ও সম্ভব হয়। এক্ষেত্রে মিসবাহ বাংলাদেশ দলকে অনুসরণ করার কথা বলেছেন। তার ভাষ্য, ‘গত এশিয়া কাপে আফগানিস্তানের মতো দলের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেটাও নিজেদের মাটিতে। কিন্তু সবাই বাংলাদেশি ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছিল। তাই তারা শুধু জয়ই পাইনি, এখন বেশ কয়েকজন পরিণত ক্রিকেটার রয়েছে বাংলাদেশ শিবিরে। আমার মনে হয়, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত পাকিস্তানের।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া