adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ ম্যাচেও অভিন্ন লক্ষ্য মাশরাফিদের

Masrafi-News_thereport24.ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানকে ওয়ানডে সিরিজে কুপোকাত করে একমাত্র টি-২০ ম্যাচের দিকে মনোযোগ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির। ম্যাচটি নিয়ে ইতিবাচক ভাবনার কথা শোনালেন তিনি। বৃহস্পতিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মাশরাফি।
টি-২০ ম্যাচ নিয়ে দলের কি ভাবনা এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি ইতিবাচকই ভাবছি। ৩টি ওয়ানডে যেভাবে খেলেছি; এখানে ফরম্যাটটাই আলাদা। সবাই ইতিবাচক চিন্তা করছে। ম্যাচে আমাদের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সব ফরম্যাটেই শুরুটা গুরুত্বপূর্ণ। তবে টোয়েন্টি২০ ম্যাচে বেশি গুরুত্বপূর্ণ। আশাকরি, আমরা যদি কাল (আজ)  শুরুটা ভাল করতে পারি, তাহলে ভাল কিছুই হবে। টোয়েন্টি২০ বোলাররা ভাল করলে অবশ্যই ম্যাচ জেতা সম্ভব।’
ওয়ানডে সিরিজে জয়ের পর বাস্তবতার ভিত্তিতে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচটি জয় কতটা গুরুত্বপূর্ণ এ প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘অবশ্যই আমরা জয়ের আশা করতে পারি। বোলার-ব্যাটসম্যানরা যেমন ফর্মে আছে তাতে করে এই আশা করাই যায়।’
তিনি আরও যোগ করেছেন, আমরা সত্যিকারের একটা টোয়েন্টি২০ দল দাঁড় করাতে চাই। সামনে বিশ্বকাপ আছে। আশা করি আমাদের প্রস্তুতি ভাল হবে। সব মিলিয়ে আমি বলব, ওয়ানডে এবং টোয়েন্টি২০ আবেদন আলাদা। টোয়েন্টি২০ ম্যাচে প্রথম থেকেই শট খেলতে হবে। বোলারদের দায়িত্ব থাকবে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের শট খেলানোটা আটকানো। এখনও আমরা বড় দলগুলোর মতো হতে পারিনি। তবে আশা করছি, আস্তে আস্তে হয়ে যাবে।’
ওয়ানডে সিরিজে পাওয়া আত্মবিশ্বাস কি এখানে কাজে লাগবে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই খুব বেশি আত্মবিশ্বাসী। যদিও দেড়-দুই বছর আমাদের টোয়েন্টি২০ ফরম্যাটের ফলাফল ভাল নয়। সাকিব ছাড়া কেউ বেশি টোয়েন্টি২০ খেলতে পারিনি। তারপরও আমরা আত্মবিশ্বাসী। সবাই ভাল খেলছে। এখন আমরা যদি ম্যাচের শুরুটা ভাল করতে পারি, তবে আমাদের ম্যাচটি ভালই হবে।’
ওয়ানডের আগে বলেছিলেন ফেভারিট বাংলাদেশ। টোয়েন্টি২০ ম্যাচে কাদের এগিয়ে রাখবেন। এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ২ দল সমান অবস্থানে আছে। আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। বড় দলগুলোর সঙ্গে তেমন কোনো ম্যাচ জিততে পারিনি। তারপরও আমার বিশ্বাস, আমরা সমান অবস্থানে আছি। আমরা ওয়ানডেতে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে জয় সম্ভব।’
লিটন-রনি আন্তর্জাতিক পর্যায়ে টোয়েন্টি২০ খেলার যোগ্য কিনা এ প্রশ্নে তিনি বলেছেন, ‘অবশ্যই যোগ্য। যোগ্য বলেই তাদের দলে নেওয়া হয়েছে। তারা যোগ্যতার প্রমাণ দিয়েই এসেছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ থেকে। ৪ জন ওপেনার এখন দলে আছে। এখনো দল নিয়ে বিস্তারিত চিন্তা করিনি। কে আসবে, কে আসবে না তা এখনো নিশ্চিত নয়।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া