adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে অভিবাসী মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁতে পারে

news_img (5)আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অভিবাসী মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁতে পারে বলে ধারণা করছে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইএমও)।
মঙ্গলবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়, চলতি বছরে এখনও পর্যন্ত যত লোক ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছে তা গত বছরের তুলনায় ৩০ গুণ।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, গত রোববার ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৮০০ লোক প্রাণ হারিয়েছে। তবে নৌকাটির তিউনিসিয় ক্যাপ্টেন জীবিত ছিলেন। তাকে ওই নৌকাডুবির জন্য দায়ী করা হচ্ছে।

আইওএম’র মুখপাত্র জোয়েল মিলম্যান বলেন, ২০১৪ সালের এই সময় পর্যন্ত যত লোক প্রাণ হারিয়ে ছিল এবার তার চেয়ে ৩০ গুন বেশি লোক মারা গেছে। গত বছর এই সময় পর্যন্ত ৫৬ জন প্রাণ হারিয়েছিল। যেখানে চলতি বছরে এ পর্যন্ত এই সংখ্যা ১ হাজার ৭০০।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবিতে মোট ৩ হাজার ২৭৯ জন প্রাণ হারিয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া