adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের ধস্তাধস্তি – আহত ৩

news_img (1)নিজস্ব প্রতিবেদক : ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বর্ষবরণ উতসবে নারীদের যৌন নিপীড়নের প্রতিবাদ এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
জাতীয় প্রেসক্লাব এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা প্রেসক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারললিপি দিতে যাচ্ছিলেন। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। ছাত্র ইউনিয়নের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে ধস্তাধস্তি হয়। এ সময় ছাত্র ইউনিয়নের তিন নেতাকর্মী আহত হন।

ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এসে অহেতুক বাধা দিয়েছে। আমরা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে আমাদের নেতা রাজীব আল রুদ্র, মিরপুর থানা ছাত্র ইউনিয়ন সভাপতি রাকিবুজ্জামানসহ কয়েকজন আহত হন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া