adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেজগাঁও থানায় বিএনপির অভিযোগ

Khalada11429597757নিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে তেজগাঁও থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। তবে থানায় কর্তব্যরত অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম না থাকায় অভিযোগটি নথিভুক্ত হয়নি।
মঙ্গলবার বেলা ১১টার খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে অজ্ঞাত ১০০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বেগম জিয়ার নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফজলে এলাহী আকবরের নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদার।
তেজগাঁও থানার এসআই রমজান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে অজ্ঞাত ১০০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওসি না থাকায় তা নথিভুক্ত হয়নি।
এদিকে এ হামলার ঘটনায় সোমবার রাতে ঢাকা মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জিল্লু বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ কর্মকর্তা ও বিএনপি নেতা-কর্মীদের আসামি করে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন। অবৈধভাবে সমাবেশ করা ও সেখানে গন্ডগোলসহ নিজেদের কর্মীর ওপর হামলার অভিযোগ এনে তিনি মামলাটি দায়ের করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া