adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের দাবি

news_midনিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় বাজেটে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে (বিসিসিটিএফ) ন্যূনতম ২০০ কোটি টাকা অর্থ বরাদ্দের জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক বিবৃতিতে একথা জানানো হয়। 

বিবৃতিতে টিআইবি এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিশ্ব ধরিত্রী দিবসের প্রতিপাদ্য ‘এবার আমাদের নেতৃত্ব প্রদানের পালা’ এর প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে চলমান বাজেটের সমপরিমাণ ন্যূনতম ২০০ কোটি টাকা ২০১৫-১৬ অর্থ বছরের জাতীয় বাজেটে বিসিসিটিএফ এ বরাদ্দের আবেদন জানান। 

এ সময় বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিসিসিটিএফ প্রতিষ্ঠার মাধ্যমে সরকার বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় আসন্ন জাতীয় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে তহবিল পরিচালনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনে বিশেষ করে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন জাতীয় অঙ্গীকারের অংশ বিধায় জলবায়ু অর্থের বরাদ্দের বিকল্প নেই।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘২০০৯ এ বিসিসিটিএফ গঠনের পর এ পর্যন্ত ২৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে ইতোমধ্যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় শুধুমাত্র জাতীয় অঙ্গীকারের দৃষ্টান্তই স্থাপন করেনি, একই সাথে বৈশ্বিক উতস হতে পর্যাপ্ত তহবিল প্রাপ্তির যৌক্তিক ভিত্তিকে সুদৃঢ় করেছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া