adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ রাতে বায়ার্নের বাঁচা মরার লড়াই

1429603611bayern-mtnews24স্পোর্টস ডেস্ক : চাপে রয়েছেন গুয়ার্দিওলা।  ফুরফুরে মেজাজে বার্সা কোচ এনরিকে।  পেপ গুয়ার্দিওলা মনে করেন, মঙ্গলবার পোর্তোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল আসলে ফাইনাল৷
১-৩ হেরে খেলতে নামা, তার সঙ্গে আট তারকার চোট, বায়ার্ন একেবারে ভালো জায়গায় নেই৷ অতীতে চারবার এমন পরিস্থিতিতে ২ গোলের ঘাটতি ঢাকতে পারেনি বায়ার্ন৷ পেপ গুয়ার্দিওলা জানেন, ম্যাচটা খুব কঠিন হবে।
পোর্তোর সঙ্গে খেলতে নামার আগে গুয়ার্দিওলার মন্তব্য, আমাদের সুপার পারফরম্যান্স দেখাতে হবে৷ কাজটা খুব কঠিন৷ তবে আমাদের চেষ্টা করতে হবে৷ আমার প্লেয়ারদের ওপর যথেষ্ট আস্থা রয়েছে৷ আট তারকার চোটের পাশাপাশি চল্লিশ বছরের ডাক্তার হান্স উইলহেলম মুলার উওলফার্ট টিম ছেড়ে চলে গেছেন, মেডিকেল টিমকে গুরুত্ব দেয়া হয় না বলে৷

বায়ার্ন ফুটবলারদের মধ্যে নেই রবেন (চোট অ্যাবডোমিনাল মাসলে), রিবেরি (গোড়ালি), খাবি মার্তিনেস (হাঁটু), আলাবা (গোড়ালি), স্টার্কে (গোড়ালি), বেনাতিয়া (থাই)৷ নুয়ের, লাম, বোয়াতেং, বের্নাটদের সমস্যা হলো একটি হলুদ কার্ড দেখলেই বাইরে৷ গুয়ার্দিওলা নিজেই বলছেন, কে খেলবে, কে খেলবে না, বুঝতে পারছি না৷ লাম অবশ্য বলছেন, তিনি খেলার জন্য তৈরি৷

ফুটবলাররা সবাই বুঝতে পারছেন, ব্যাপারটার গুরুত্ব৷ কিপার নুয়ের বলেছেন, এ মৌসুমের সবচেয়ে কঠিনতম ম্যাচ আমাদের৷ আগের ম্যাচে বোয়াতেং, খাবি আলন্সো, দান্তের ভুলেই পোর্তো জিতেছে৷

বোয়াতেং সমর্থকদের আশ্বাস দিয়েছেন, সব শেষ হয়ে যায়নি৷ ঘরের মাঠে খেলব৷ যা খুশি রেজাল্ট হতে পারে৷ বায়ার্নের পক্ষে দুটো খবর ভালো৷ এক, সোয়ানস্টেইগার টিমে ফিরতে পারেন৷ দুই, পোর্তোর দুই চনমনে উইংব্যাক আলেক্স সান্দ্রো ও দানিলো কার্ডের জন্য খেলতে পারবেন না৷

তবে যার জোড়া গোলে পোর্তো ৩-১ জিতেছিল, সইে কুয়ারেসমার মন্তব্য, আমাদের মনোভাবই ফারাক তৈরি করে দিয়েছে৷ এখনো ঠিক হয়নি কী হবে৷ তবে বায়ার্ন তো বেশ কয়েকজনকে পাবে না৷ সেটা বড় ব্যাপার৷

গুয়ার্দিওলার পুরনো ক্লাব বার্সেলোনা অবশ্য অনেক চাপমুক্ত নামবে ঘরের মাঠে৷ প্রতিপক্ষ পিএসজিতে ফিরছেন প্রথম লেগে অনুপস্থিত ইব্রাহিমোভিচ, মোরাত্তি৷ তবু ১-৩ ঘাটতি কাটিয়ে ওঠা খুব কঠিন৷

বার্সেলোনার রক্ষণ ভালো নয়৷ একটা স্বস্তি, ফিরে আসছেন দানি আলবেস এবং ইনিয়েস্তা৷ এ মুহূর্তে সেরা ফর্মে থাকা লুইস সুয়ারেস অবশ্য বলছেন, বার্সেলোনার সবচেয়ে বড় চিন্তা ক্লান্তি৷

আজ চ্যাম্পিয়ন্স লিগে –

বার্সেলোনা : পিএসজি (টেন অ্যাকশন) বায়ার্ন মিউনিখ: পোর্তো (টেন স্পোর্টস) রাত ১২-১৫ থেকে সরাসরি৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া