নারী এমপির নাচে উন্মাদ দর্শকদের কাণ্ড (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক : অর্থ-কড়ির জন্য নর্তকীদের নাচ আমাদের উপমহাদেশে প্রাচীন একটি বিনোদন মাধ্যম। কিন্তু অর্থের জন্য হাজারো মানুষের সামনে এমপির নাচ মনে হয় এই প্রথম।
ভারতের ওই এমপি এমনই এক কাজ করে দর্শকদের মন ভড়ালেন। পেলেন এক-দুই নয়, তিন কোটি রুপি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার আহমেদাবাদে গুজরাট বেরাবালের আয়োজিত ‘ভগবত কথা’ প্রোগ্রামে নাচেন বিজেপির সংসদ সদস্য পুনমবেন মাদাম। মূলত ফান্ড বৃদ্ধির জন্যই হাজারো মানুষের সম্মুখে নাচেন তিনি।
৪১ বছর বয়সী ওই নারী সংসদ সদস্যের নাচের তালে উড়তে থাকে কড় কড়ে সব নোট। মাত্র ৩০ সেকেন্ডেই প্রায় ৩ কোটি রুপি এমপির দিকে ছুড়ে মারেন উপস্থিত জনতা!
উপস্থিত বেশ কয়েকজনের সঙ্গে নাচার পর পুনমবেন যখন অনুষ্ঠান শেষ করেন ততক্ষণে বেশ ভাল পরিমাণ অর্থ জমে গেছে। অনুষ্ঠানের পর সেখানে প্রচুর নোট পড়ে থাকতে দেখা যায়।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে জামনাগড় আসন থেকে জয়লাভ করেন পুনমবেন। এর আগে তিনি গুজরাট বিধানসভার সদস্য ছিলেন। তার বাবা ছিলেন গুজরাট বিধানসভার চারবারের সদস্য।