adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বোথামকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন

Anderson1429329192স্পোর্টস ডেস্ক : শততম টেস্ট খেলতে নেমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন জেমস অ্যান্ডারসন। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটে শিকারের নতুন রেকর্ড গড়েছেন এই পেসার। তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি ইয়ান বোথামের আগের রেকর্ডটি।
৩৮৩ উইকেট নিয়ে এতদিন ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি দখলে রেখেছিলেন বোথাম। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের শেষ দিনে বোথামকে ছাড়িয়ে যান অ্যান্ডারসন। এদিন প্রথমে মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে বোথামের রেকর্ডে ভাগ বসান তিনি। এরপর দিনেশ রামদিনের উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করে নেন ৩২ বছর বয়সি অ্যান্ডারসন।
রেকর্ড গড়ে দারুণ উচ্ছ্বসিত অ্যান্ডারসন ম্যাচ শেষে ‘স্পাই স্পোর্টস’কে বলেন, ‘আমি অনেক গর্বিত। ইংল্যান্ডের একজন কিংবদন্তির থেকে রেকর্ডটি নিজের করে নেওয়ার মুহূর্তটা দারুণ।’
এদিন অ্যান্টিগার কমেন্ট্রি বক্সে ইয়ান বোথামও ছিলেন। দাঁড়িয়ে অ্যান্ডারসনকে অভিনন্দন জানাতে দেখা যায় তাকে। পরে তিনি টুইট করেন, ‘জিমি (অ্যান্ডারসন) এবং তার পরিবারের জন্য দারুণ এক মুহূর্ত। অভিনন্দন, এটা তোমার প্রাপ্য। অসাধারণ।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া