adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রীও আচরণ বিধি লঙ্ঘন করেছেন’

1384503969hannan-shah_28746নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রার্থী ঘোষণা করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ।
শুক্রবার সকালে নয়াপল্টনস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর সমন্বয় বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাস ও উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এই বক্তব্যের প্রেক্ষিতে হান্নান শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই জন প্রার্থীর নাম সরাসরি ঘোষণা করেছেন। তাই বেগম খালেদা জিয়া নয় বরং শেখ হাসিনাই আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তোফায়েলকে এটাও বলে রাখতে চাই খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় কোনো নিষেধাজ্ঞা নেই।’
বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামবেন কি না জানতে চাইলে হান্নান শাহ বলেন, ‘এটা তার ই”ছা প্রকাশের ওপর নির্ভর করছে। আমরা যদি মনে করি নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার নামা উচিৎ তাহলে তিনি নামবেন।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি। সরকার চাইবে জোর করে নির্বাচনে জয়ী হওয়ার জন্য। কিন্তু আমরা সেটা হতে দেবো না। ২৮ এপ্রিল ভোটের দিন বৈধভাবে ভোট কেন্দ্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখবো এবং বিজয় ছিনিয়ে আনবো।’
বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচারে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে হান্নান শাহ বলেন, ‘আমরা এর আগে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করেছিলাম কিš‘ তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীতের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি বন্ধের দাবিও জানান তিনি।
তিনি আরো বলেন, ‘গত বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় এসেছে ঠিক একইভাবে তারা সিটি নির্বাচনে জয়ী হতে চায়। সরকারের নির্বাচনী আচরণ দেখে সেরকমই মনে হচ্ছে।’
সিটি নির্বাচনে সেনা নিয়োগ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না মন্তুব্য করে হান্নান শাহ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সরকার ও ইসিকে সেনাবাহিনী নিয়োগ করার জন্য দলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। কারণ সেনাবাহিনী নিয়োগ না করা হলে সেই নির্বাচন গ্রহণযাগ্যতা পাবে না।’
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণ সিটির ৫৭ টি ওয়ার্ডে এই কমিটি নির্বাচনী কাজ করবে।
সমন্বয় কমিটির আহ্বায়ক হান্নান শাহ, সদস্য সচিব বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া