adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবাশীষকে বাঁচাতে এগিয়ে আসুন

দেবাসিশনিজস্ব প্রতিবেদকঃ দেবাশীষ মজুমদার জন্ম ১৯৬১ গোপালগঞ্জ জেলার সোনাকুড় গ্রামে। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে গভীর ভাবে জড়িত। সরকারী বঙ্গবন্ধু কলেজে ৭৬ এর দশকে তিনি ছিলেন সেই সমায়ের তুখোর ছাত্রনেতা । জাতীর জনক বঙ্গবন্ধুর হত্যার পর এই দেশে যখন রাজনীতি নিষিদ্ব ছিল তিনি তখন জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনকে ঐক্যবদ্ব করতে চেষ্টা করতেন।মিছিল মিটিং বক্তৃতায় তখন গোপালগঞ্জ ফিরে পেত নতুন রাজনীতি। মানুষের উপকার মানুষের ভালবাসায় এক সমায়ে দেবাশীষ মজুমদার সকলের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন। জীবনের শেষ সন্ধিক্ষনেও তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগরে দফতর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কিন্ত তিনি আজ জীবন মরনের সন্ধিক্ষনে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। ঘাতক মরন ব্যধি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। ভারতের রুবি হাসপাতালে তার চিকিৎসা চলছে। তিনি ও তার পরিবার এই চিকিৎসার ব্যয় বহন করতে হিমশীম খাচ্ছেন। তাই, মানবিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। তাঁর  স্ত্রী ঝর্না মজুমদার দেবাশীষকে বাঁচাতে সকলের সাহায্য ও সহযোগীতা প্রার্থনা করছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা। 
ঝর্না মজুমদার
এ্যাকউন্ট নং- ৩৪১০৮৩২৭
সোনালী ব্যাংক, পাচুড়িয়া শাখা।
গোপালগঞ্জ।
ডাচ বাংলা মবোইল ব্যঙ্ক এ্যাকাউন্টঃ ০১৭২৭৭-৩৯৭৩১

 মোবাইল নং- ০১৮২৮-১৩৫১৫৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া