adv
৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আবারো ইন্টারপোলের রেড অ্যালার্ট

1429177271Untitled-1ডেস্ক রিপোর্ট : এবার পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পিরোজপুরের সাবেক এমপি ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবউজ্জামান এ কথা জানিয়েছেন।
গত ১০ এপ্রিল এই রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। আর পুলিশ সদর দফতর থেকে একটি চিঠির মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথা বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতরকে জানানো হয়। রেড অ্যালার্টে জানানো হয়, জব্বার যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।

গত ২৪ ফেব্রুয়ারি সাবেক এই সংসদ সদস্যকে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মান্তকরণসহ পাঁচটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে জব্বারকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেয়া হয়।

ওই দিনই ট্রাইব্যুনাল জব্বারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া