adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণ্ডারের জন্য সশস্ত্র পাহারা!

news_img (6)আন্তর্জাতিক ডেস্ক : সশস্ত্র পাহারা সাধারণত বিশেষ ব্যক্তিদের জন্যই দেয়া হয়। তাই বলে গণ্ডারের জন্য সশস্ত্র পাহারা! কথাটি ভাবতে হয়তো অবাক লাগছে। তবে অবাক লাগলেও সত্যি পৃথিবীর শেষ সাদা পুরুষ গণ্ডারকে পাচারের হাত থেকে বাঁচাতে সশস্ত্র পাহারা দেয়া হচ্ছে।
বার্তা সংস্থা মেট্রো নিউজ অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, পৃথিবীর শেষ সাদা পুরুষ গণ্ডারের নাম সুদান। কেনিয়ার ওল পিজেতা পার্কে ওই গণ্ডারের বসবাস। তাকে ২৪ ঘণ্টাই সশস্ত্র পাহারা দিয়ে রাখা হচ্ছে। এমনকি গণ্ডারটির চলাফেরার গতি জানার জন্য তার সাথে রেডিও ট্রান্সমিটার লাগিয়ে দেয়া হয়েছে।

এদিকে সুদান ছাড়াও কেনিয়ায় ২টি সাদা নারী গণ্ডারও রয়েছে। তবে তাদের চেয়ে কর্তৃপক্ষের নজর সুদানের দিকেই।
কেননা পাচারকারিরা সুদানের শিং বিক্রি করে অনেক অর্থ লাভ করতে চাচ্ছে। এশিয়ার একদল লোক মনে করছে গণ্ডারের শিং অনেক রোগের নিরাময় করে। তাই তারা সুদানের শিং ক্রয় করতে চাচ্ছে।

এলোডি সামপেরে নামে এক ব্যক্তি বলেন, পাচারকারিরা শিংয়ের কারণেই গণ্ডার চুরি করতে চাচ্ছে। গণ্ডারটির যদি কোনো শিং না থাকতো তাহলে পাচারকারিদের তার প্রতি আকর্ষণ থাকতো না।
সিমর ইরুনগু নামে একজন রেঞ্জার্স বলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সুদানকে পাহাড়া দিচ্ছেন।
প্রসঙ্গত, সুদান কোনো বাচ্চা জন্ম দেয়নি। তার আগে আরেক পুরুষ গণ্ডার সুনি ৩৪ বছর বয়সে সুদান এবং দুই মহিলা সঙ্গিকে রেখে গত অক্টোবরে মারা যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া