adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হিলারির বিরুদ্ধে চুরির অভিযোগ

1428999640b46b53467fa65c7f47245154c578587a_XLআন্তর্জাতিক ডেস্ক : রোববার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন টুইটারে যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে উইকিলিক্স।
উইকিলিক্স বলছে, হিলারি ক্লিনটন তাদের প্রবর্তিত নকশা চুরি করে টুইটারে বক্তব্য দিয়েছেন।
সোমবার এমন তথ্য দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলছে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান সামনে রেখে হিলারি রোববার টুইটারে যে বক্তব্য দিয়েছে তাতে তিনি যে লোগো ব্যবহার করেছেন সেটা উইকিলিকস তাদের বলে দাবি করেছে।
উইকিলিক্স তাদের এবং হিলারির লোগো পাশাপাশি রেখে মিল-অমিল দেখিয়ে বলেছে, ‘আমাদের লোগোতে যে লাল রঙের একটি তীর-চিহ্ন রয়েছে হিলারি তার ‘এইচ’ লেখা লোগেতেও একই ধরনের একটি তীর-চিহ্ন ব্যবহার করেছে।’
উল্লেখ্য, ৬৭ বছর বয়সী হিলারি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন অবস্থায় তার বিরুদ্ধে চুরির অভিযোগটি নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া