adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন অভিযান একটি ‘ভুল’: ইরানের প্রেসিডেন্ট

71084_iranআন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৃহস্পতিবার সৌদি আরব ও তার সহযোগীদের ইয়েমেনে বিমান অভিযান পরিচালনার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সৌদি আরবের নেতৃত্বাধীন এ বিমান অভিযানকে ‘ভুল’ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া হুদি বিদ্রোহীদের বিরুদ্ধে এ বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন রুহানি। ইরানের রাজধানী তেহরানে বক্তব্য রাখার সময় ইরানের প্রেসিডেন্ট ইয়েমেনে অস্ত্রবিরতি কার্যকরের মাধ্যমে বৃহৎ পরিসরে আলাপ-আলোচনা তথা সংলাপের মাধ্যমে উদ্ভূত সঙ্কট নিরসনের আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। রুহানি তার বিবৃতিতে বলেন, ওই অঞ্চলের রাষ্ট্রগুলোর প্রতি আমি বলছি, আসুন ভ্রাতৃত্ববোধের নীতি অবলম্বন করি। আসুন পরস্পরকে এবং অন্য জাতিসমূহকে সম্মান করি। তিনি সৌদি আরব ও দেশটির নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের প্রতি জানানো আহ্বানে আরও বলেন, নিষ্পাপ শিশুদের হত্যা করবেন না। আসুন ইয়েমেনের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য যুদ্ধের পরিসমাপ্তি, অস্ত্রবিরতি ও মানবিক সহযোগিতার কথা চিন্তা করি। যুদ্ধবিধ্বস্ত ইরাক ও সিরিয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিমান থেকে গুলিবর্ষণ ও বোমা হামলার এ অভিযান ‘ভুল’। সুনির্দিষ্ট কোন রাষ্ট্রের নাম উল্লেখ না করে ইরানের প্রেসিডেন্ট বলেন, দেরিতে নয় বরং দ্রুতই আপনারা শিখবেন যে, আপনারা ইয়েমেনেও ভুল করছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক আলোচনায় অংশ নেন। ইয়েমেনে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে পাকিস্তানকে এগিয়ে আসার আহ্বান জানাতেই তার এ সফর। জারিফ বলেন, ইয়েমেনে সঙ্কট নিরসনে আমাদের একসঙ্গে কাজ করা আবশ্যক। তিনি বলেন, দেশটির সঙ্কট সমাধানে আমাদের একটি রাজনৈতিক সমাধান বের করা দরকার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া