adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিবিয়ায় আবার ৩ বাংলাদেশি অপহৃত

libya-1428507469নিজস্ব প্রতিবেদক : অপহৃত দুই বাংলাদেশি দেশে ফেরার পরদিনই আবারো একটি জঙ্গি গোষ্ঠীর হাতে অপহরণের শিকার হলেন তিন বাংলাদেশি নাগরিক। বুধবার এক অপহৃতের আত্মীয় এ তথ্য নিশ্চিত করেন।
অপহৃতরা হলেন- বরগুনা জেলার বেতাগী থানার হোসনাবাদ ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা হারুন জমাদ্দারের ছেলে পিন্টু জমাদ্দার, আরেকজন সোহেল এবং অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তারা তিনজনই লিবিয়ায় একটি সিরামিক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।
অপহৃত পিন্টু জমাদ্দারের বড় ভাই ইতালী প্রবাসী জাহিদ হাসান টেলিফোনে জানান,মঙ্গলবার দুপুরে ওই কারখানা থেকে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর পিন্টু জমাদ্দারের মোবাইলফোন থেকে তার (জাহিদ) ফোনে পাঠানো মেসেজ-এর মাধ্যমে এ তথ্য জানতে পারেন তিনি। মেসেজে পিন্টু লিখেছেন, তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে। মেসেজে এ বিষয়ে দ্রুত কারখানা-মালিক ফয়সালের সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ জানান পিন্টু।
জাহিদ জানান, তিনি মালিক ফয়সালের সঙ্গে যোগাযোগ করলে তিনিও (ফয়সাল) বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া