adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওয়াজকে মোদির ধন্যবাদ

Modi-Nawaz_thereport24আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে আটকে পড়া ১১ ভারতীয়কে উদ্ধার করে নিয়ে আসায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ডননিউজের।
মোদি গত বুধবার বলেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার মানবিক আচরণের জন্য ধন্যবাদ।’
দেশটির পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করও এ দিন পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন।
যুদ্ধ সংশ্লিষ্ট ইয়েমেন থেকে উদ্ধার করা ১১ ভারতীয় বুধবার দিল্লি পৌঁছায়। ভারতে নিযুক্ত পাকিস্তানী হাইকমিশনার আব্দুল বাসিত তাদের গ্রহণ করেন।
এর আগে ওই ভারতীয়রা পাকিস্তানী ও অন্যান্য বিদেশী নাগরিকদের সঙ্গে করাচিতে পৌঁছান। এরপর তাদের ভারতে পাঠানো হয়। গত ৫ এপ্রিল ইয়েমেন থেকে ওই নাগরিকদের উদ্ধার করে পাকিস্তান।
পাকিস্তানের এই মানবিক আচরণের প্রশংসার পাশাপাশি এ দিন মোদি নিজেদের কার্যক্রমও তুলে ধরেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘মানবিক কাজের কোনো সীমানা নেই। ইয়েমেন থেকে আটকে পড়াদের উদ্ধারে আমরা অনেক দেশকে সহায়তা করছি। তিনি আরও বলেন, ‘ভারত তার প্রতিবেশী বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে সহাযোগিতা করছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া