adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবধান – কক্সবাজারে বিক্রি হচ্ছে কয়েল নামে বিষ

coil-ed_131707জামাল জাহেদ কক্সবাজার : কক্সবাজারের মশার কয়েল সোলার’, ‘মাছরাঙা’, ‘পোলার’, ‘লিজার্ড’, ‘ফ্যামিলি’, ‘ক্রস ফায়ার’, ‘সোনালী’, ‘অ্যাটাক কিং’, ‘আর কে সুপার’, ‘বস সুপার’ এ কয়েলগুলোর কোনো একটি যদি আপনি কিংবা আপনার আপনজন ব্যবহার করেন, তাহলে দুঃসংবাদ অপেক্ষা করছে আপনার জন্য। আর যদি সেই বাসায় কোনো বাচ্চা থাকে তাহলে ভয়ঙ্কর দুঃসংবাদের জন্য তৈরি হোন। এগুলো মশার কয়েল নয়, ছদ্মবেশে এগুলো একটি মরণ ফাঁদ। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমনই একটি পোস্ট দেখা যাচ্ছে।এতে বলা হয়, শ্বাসকষ্ট, ক্যান্সার, বক্ষব্যাধিসহ নানা রোগের শক্তিশালি এক উপাদান এসব মশার কয়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ইনগ্রিডিয়েন্ট-এর চেয়ে পরিমাণে বেশি ও স্বাস্থের জন্য ঝুঁকি এমন সব কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা এসব মশার কয়েল বাজারে সয়লাব? স্বল্পমূল্যে দেওয়া হচ্ছে দোকানদারদের। অথচ প্যাকেটের গায়ে লেখা চড়া মূল্য। দোকানদারও অধিক মুনফার আশায় আপনাকে আমাকে ঠকাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মশার কয়েলে সর্বোচ্চ ০.০৩ মাত্রার একটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার নির্ধারণ করেছে। কিন্তু অননুমোদিত মশার কয়েলে ডব্লিউএইচও’র নির্ধারিত মাত্রার চেয়ে কয়েকগুণ বেশি একটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মারাত্মক ক্ষতিকর এসব কয়েল উতপাদন ও বাজারজাত করছে ২০/২২টি দেশীয় বেনামি কারখানা। ভুয়া পিএইচপি নম্বর ও বিএসটিআই’র লোগো ব্যবহার করে আকর্ষণীয় মোড়কে এসব কয়েল বাজারে ছাড়া হচ্ছে।মশার কয়েল উতপাদন ও বাজারজাত করার ক্ষেত্রে দেশে সুস্পষ্ট নীতিমালা থাকলেও তা মানছে না এসব অসাধু ব্যবসায়ী। প্রচলিত পেস্টিসাইড অর্ডিন্যান্স ১৯৭১ এবং পেস্টিসাইড রুল ১৯৮৫ অনুসারে মশার কয়েল উতপাদন, বাজারজাত এবং সংরক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন বাধ্যতামূলক। মশার কয়েলে অনুমোদনবিহীন এবং মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থের ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী সরকারি আইনকে তোয়াক্কা না করে উচ্চমাত্রার এবং ক্ষেত্রবিশেষে অত্যন্ত ক্ষতিকর উপাদান সমৃদ্ধ মশার কয়েল উৎপাদন করে আসছে। এর পর তা সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এসব কয়েল ব্যবহারে মানুষের শরীরে বিশেষ করে শিশুদের শ্বাসকষ্ট, শ্বাসনালীতে প্রদাহ, ক্যান্সার ও বিকলাঙ্গতার মতো ভয়াবহ রোগ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব কয়েলের প্যাকেটের গায়ে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বর সঠিক না হওয়ায় ভোক্তা সাধারণ প্রতারিত হচ্ছেন । বেশি মুনাফার আশায় মহলটি প্যাকেটের গায়ে স্বাভাবিকের চেয়ে বেশি দাম উল্লেখ করে ভোক্তাদের প্রতারিত করছেন। উপরন্তু মূল্য সংযোজন কর ফাঁকি দিয়ে এসব ব্যবসায়ী সরকারি রাজস্ব আদায়কেও ক্ষতিগ্রস্ত করছে। মানবদেহের সহনশীলতা ও সুসাস্থ্যের কথা মাথায় রেখে বিশ্ব সাস্থ্য সংস্থা মশার কয়েলে ব্যবহার্য একটিভ ইনগ্রেডিয়েন্টের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে অসাধু ব্যবসায়ী মহল এই অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে একটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে মশার কয়েল তৈরি ও বাজারজাত করছে। এতে আপাতদৃষ্টিতে কয়েলের কার্যকারিতা অনেক বেড়ে যায় এবং শুধু মশাই নয় দেখা যায় তেলাপোকা এমনকি টিকটিকিও মারা যায়। বিশ্বব্যাপী মশা মারার জন্য এরোসল বহুলভাবে সামাদৃত ও ব্যবহৃত হয়ে আসছে এবং খেয়াল করলে দেখা যাবে প্রতিটি এরোসলের মোড়কের গায়ে এরোসল ব্যবহারের পর ন্যূনতম ২০ মিনিট ঘরের বাইরে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। স্বাভাবিকভাবে মশার কয়েল ব্যবহার করা হয় মশা দূরে রাখার জন্য কিন্তু যেহেতু দৃশ্যমানভাবে এসব কয়েল মশা মেরে ফেলছে এবং দীর্ঘসময় ধরে ক্ষতিকর রাসায়নিক নিঃসরণ করছে তাই দীর্ঘমেয়াদে এই ধোয়ার সংস্পর্শে থাকা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া