adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩৫ ঘরবাড়ি পুড়ে ছাই – অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

fire-1জামাল জাহেদ কক্সবাজার : কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুড়েছে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও হাঁস মুরগীসহ অন্তত অর্ধকোটি টাকার মালামাল। ৭ এপ্রিল মঙ্গলবার সকাল আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ১৬ ইসিবি সেনাবাহিনীর আগুন নির্বাপক একটি গাড়ি ঘটনাস্থলে আসে। পরক্ষণে বিমান বাহিনী ও দমকল বাহিনীর গাড়িও পৌঁছে ঘটনাস্থলে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।পশ্চিম বাহারছড়া যুব উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান- সকাল আটটার দিকে নুর মোহাম্মদ’র বসতবাড়িতে দুই শিশু আগুন নিয়ে খেলা করছিল। এসময় হঠাত আগুন কাপড়ে লেগে যায়। কাপড় থেকে আগুন লেগে যায় বাড়ির বেড়ায়। বাড়িটি পলিথিন আর বাঁশের তৈরি ছিল। ফলে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। তিনি আরও জানান-এরই মধ্যে হাছিনা বেগম, নাছির উদ্দিন, মোহাম্মদ জিয়া, আবদুশ শুক্কুর, দিলু সওদাগর, বদি আলম, মোহাম্মদ শাহজাহান ও নুর মোহাম্মদের বসতবাড়িসহ ৩৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির প্রয়োজনীয় মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, হাঁস-মুরগীসহ পরণের সব কাপড়ই পুড়ে গেছে।স্থানীয় যুব উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন জানান-সব মিলে অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার বাসিন্দারা বেশিরভাগ দিনমজুর। ফলে সব হারিয়ে তারা মানবেতর অবস্থায় সময় পার করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া