adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াশিকুর রহমান বাবুকে হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

timthumbজামাল জাহেদ,কক্সবাজার : অনলাইন এ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কক্সবাজারে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মানববন্ধন করেছে প্রগতিশীল সংগঠন সমুহ। সোমবার সন্ধ্যা ৭টায় পুরাতন শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ মানববন্ধে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক রাজনীতির কারণে একের পর এক মুক্তমনা প্রগতিশীল চেতনার মানুষ খুন হচ্ছে।। এই জঙ্গীবাদী গোষ্ঠি দেশকে অকার্যকর রাস্ট্রে পরিণত করার জন্য উঠেপড়ে লেগেছে।এই সংকটময় মুহুর্তে মুক্তিযুদ্ধের ফসল বাহাত্তরের সংবিধান পুনঃবাস্তবায়ন করতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে ব্লগার রাজিব হায়দার, অভিজিত রায়, সর্বশেষ ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকারীদের গ্রেপ্তারপুর্বক ফাঁসির দাবি জানিয়েছেন। পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে নিষিদ্ধ করে মুক্তমনা, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় এদেশকে গড়ে তুলতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কবি ও কলামিস্ট মানিক বৈরাগি, জেলা যুব ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান স্বপন রায় চৌং, সিপিবি নেতা অনিল দত্ত, সাংস্কৃতিক সংগঠক করিম উল্লাহ, পরিবেশ কর্মী কল্লোল দে চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক ওয়াহিদ মুরাদ সুমন, অনলাইন এক্টিভিস্ট দৃস্টি, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সহ সভাপতি শহীদুল্লাহ শহীদ, উদীচী সংগঠক আশুতোষ রুদ্র ছাত্রনেতা মোসাদ্দেক হোসেন আবু, জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, ছাত্রনেতা আজিজ রিপন। মানববন্ধন সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক মনির মোবারক।এদিকে অনলাইন এ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমানা বাবুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আগামীকাল বিকেল ৫টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে সকলকেই উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া