adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিত্তবানদের বেশি মর্যাদা দিলে দুর্নীতি উতসাহিত হবেই : আবুল মকসুদ

Maksud-1427872528নিজস্ব প্রতিবেদক : সমাজে বিত্তবানদের বেশি মর্যাদা দেওয়া হচ্ছে। এতে দুর্নীতি উতসাহিত হবে, মানুষ দুর্নীতি করবে বলে মন্তব্য করেছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।  
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষে বুধবার দুপুরে দুদকের কনফারেন্স রুমে আয়োজিত ‘রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক সংস্কার, দু’য়ে মিলে হতে পারে দুর্নীতির প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, বিত্তবানদের বেশি মর্যাদা দিলে সমাজে দুর্নীতি উৎসাহিত হবেই। দুর্নীতি সমাজের সামগ্রিক অবস্থার বাইরে খুব আলাদা কিছু নয়। তিনি বলেন, দুর্নীতি সকলে করে না কিংবা সকলে করার সুযোগ পায় না। কিছু সংখ্যক মানুষ দুর্নীতি করে। কিন্তু দুর্নীতির ছায়া আছে সকলের মধ্যে।
আবুল মকসুদ আরো বলেন, দুদকের ওপর আস্থা বাড়াতে দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করতে হবে। সবচেয়ে ক্ষমতাবান এমন কিছু দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে সাজা দিতে পারলে কম ক্ষমতাবানরা ভয় পাবে। দুদকের প্রতি মানুষের মধ্যে আস্থা ফিরবে।  
 দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শাসসুল হুদা, বিশেষ অতিথি দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম, প্রাক্তন রাষ্ট্রদূত এম. জমির, প্রাক্তন সচিব ইনাম আহমেদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর আব্দুল মান্নান, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংবাদিক রাহাত খান, অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া