adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গ্রেপ্তারে ইসির অনুমতির প্রয়োজন নেই’

shah_nawaz_58017নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের সময় প্রার্থীদের গ্রেপ্তার-হয়রানি ঠেকাতে নির্বাচন কমিশনের পদক্ষেপ বিএনপি নেতারা চাইলেও এক্ষেত্রে আইন অনুযায়ী কিছু করার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
কাউকে গ্রেপ্তারের জন্য আমাদের অনুমতির দরকার রয়েছে বলে আমাদের জানা নেই, মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন তিনি।
 
নির্বাচন কমিশনার বলেন, ‘প্রশাসন কেবল নির্বাচনী কাজে ইসিকে সহায়তা দেবে। আইনে স্পষ্টই রয়েছে, কী করতে হবে, কাকে কীভাবে গ্রেপ্তার করতে হবে। প্রচলিত আইনে যা রয়েছে সেভাবেই হবে। এর জন্যে ইসির অনুমতির প্রয়োজন নেই।’
 
মনোনয়নপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে যারা জমা দিতে পারেননি তাদের বিষয়ে কমিশনার বলেন, ‘মনোনয়ন জমার শেষ দিন ৫টার পর থেকে কারো মনোনয়নপত্র জমা নেয়া হয়নি। সোমবার কয়েকজন মনোনয়ন জমা দেয়ার জন্য আবেদন করে গেছেন। তবে তাদেরটাও জমা নেয়ার সুযোগ নেই। আমরা বিবেচনা করে দেখেছি, এখন কোনো সুযোগ নেই।’
 
তিনি বলেন, ‘এখন পযর্ন্ত রিটার্নিং কর্মকর্তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করেছেন। নির্দিষ্ট সময়ের পরে যারা মনোনয়নপত্র জমা দিতে চেয়েছেন, তাদেরটা জমা না নিয়ে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।’
 
শাহ নেওয়াজ বলেন, ‘আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ যদি আচরণবিধি ভঙ্গ করেন ও বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়, কাউকেই ছাড় দেবো না। আচরণ বিধি ভঙ্গের বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবেন।’
 
গত ১৮ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল একযোগে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। আগামী ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং ৯ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ধার্য করে রেখেছে নির্বাচন কমিশন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া