adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইয়েমেনের ঘটনায় সৌদি আরবকে সমর্থন পাকিস্তানের

5e7748d360200ef0cf2a887babfe33f3_XLআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। রাজধানী ইসলামাবাদে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সমর্থন ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী। তিনি তার ভাষায় বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার প্রতি যেকোনো হুমকির কঠোর জবাব দেবে পাকিস্তান।
সৌদি আরব ইয়েমেনে যখন আগ্রাসন চালাচ্ছে এবং সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীতে পাকিস্তান যোগ দেবে বলে যখন খবর প্রকাশিত হচ্ছে তখন এ সমর্থন দিলেন নওয়াজ শরীফ।
বৈঠকে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ এবং বিমান বাহিনীর প্রধান সোহাইল আমানও উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল আজ সৌদি আরব যাবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রতিনিধি দলে পাক সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদেরকেও অন্তর্ভুক্ত করা হবে। পরিস্থিতি যাচাই করার জন্য  প্রতিনিধি দলটি সৌদি আরব সফর করবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া