adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিদায় – ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

Australia-1427370040স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার করা ৩২৮ রান টপকে জিততে হলে রেকর্ড গড়তে হতো ভারতকে। কারণ বিশ্বকাপের নকআউট পর্বে ৩০০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড কোনো দলেরই ছিল না। এবার ভারতও পারেনি।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ৩২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৩ রানে অলআউট হয়ে গেছে ভারত। ৯৫ রানের জয়ের ফলে ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে সেমিফাইনালে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রেখেছেন অসিরা। আর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২৮ রানের বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া। জবাবে অসি পেসারদের তোপে পড়ে ৪৬.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয় ভারত।
 ৩২৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ভারতকে ভালো সূচনা এনে দেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। ফিফটি রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন দুজন। তবে দলীয় ৭৬ রানে জশ হ্যাজেলউডের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপে গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচে পরিণত হন ধাওয়ান। ৪১ বলে ৬টি চার ও ১ ছক্কায় তার সংগ্রহ ৪৫ রান।
 তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে এদিনও ব্যর্থ হন বিরাট কোহলি। ৭৬ রানে ধাওয়ানের বিদায়ের পর স্কোরবোর্ডে আর ২ রান জমা হতেই সাজঘরে ফেরেন তিনি। মিচেল জনসনের বলে ব্র্যাড হাডিনের গ্লাভসবন্দি হন ১ রান করা কোহলি। আগের ম্যাচেও মাত্র ৩ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
 
এরপর এক প্রান্ত আগলে রাখা রোহিত শর্মাও ফিরে যান দলীয় ৯১ রানে। জনসনের করা ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান রোহিত। তবে পরের বলেই তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান জনসন। ৪৮ বলে ২ ছক্কা ও এক চারে রোহিতের সংগ্রহ ৩৪ রান। দলীয় ১০৮ রানে বিদায় নেন সুরেশ রায়না (৭)। জেমস ফকনারের বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন হাডিন।
 ১০৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন আজিঙ্কা রাহানে ও মহেন্দ্র সিং ধোনি। রাহানেকে ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন মিচেল স্টার্ক। হাডিনের গ্লাভসবন্দি হন ৪৪ রান করা রাহানে। এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের স্কোর ২০০ পার করেন ধোনি। ২০৮ রানে স্মিথের সরাসরি থ্রোতে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন জাদেজা (১৬)। একটু পর দলের শেষ ভরসা ধোনিও (৬৫) ফিরে যান রানআউট হয়ে।
 এরপর ৪৬তম ওভারে ফকনারের পর পর দুই বলে বোল্ড হন রবীচন্দ্রন অশ্বিন ও মোহিত শর্মা। আর পরের ওভারে উমেশ যাদবকে বোল্ড করে ভারতের ইনিংসের ইতি টানেন স্টার্ক। 

 এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ৩০০ বা তার বেশি রান করেন অসিরা। 
 দারুণ এক সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন স্টিভেন স্মিথ। দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান আসে অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। এ ছাড়া শেষ দিকে মাত্র ৯ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন মিচেল জনসন।
 ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন উমেশ যাদব। ২ উইকেট জমা পড়ে মোহিত শর্মার ঝুলিতে।
 টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ভারতীয় পেসার উমেশ যাদবের করা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। কাভারে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই অসি ওপেনার। ৭ বলে একটি করে চার ও ছক্কায় ওয়ার্নারের সংগ্রহ ১২ রান।
 শুরুতে ওয়ার্নারের উইকেট হারানোর পর দলের হাল ধরেন অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ। দুজনই দারুণ দুটি ফিফটি তুলে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন। ইনিংসের ৩৩তম ওভারে মোহাম্মদ সামির বলে চার মেরে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেন স্মিথ।
 
সেঞ্চুরি করার একটু পর বিদায় নেন স্মিথ। উমেশ যাদবের বলে রোহিত শর্মার ক্যাচে পরিণত হন স্মিথ। ৯৩ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ফিঞ্চ-স্মিথ জুটিতে আসে ১৮২ রান।
 স্মিথের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় ২৩২ রানে রবীচন্দ্রন অশ্বিনের বলে আজিঙ্কা রাহানের তালুবন্দি হন তিনি। ১৪ বলে ৩ চার ও এক ছক্কায় ম্যাক্সওয়েলের সংগ্রহ ২৩ রান।
 এরপর স্কোরবোর্ডে আর ১ রান জমা হতেই ফিরে যান ফিঞ্চ। যাদবের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দেন তিনি। ১১৬ বলে ৭ চার ও এক ছক্কায় ৮১ রান করেন এই ওপেনার। দলীয় ২৪৮ রানে ব্যক্তিগত ১০ রান করে ফেরেন মাইকেল ক্লার্ক। মোহিত শর্মার বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন অসি অধিনায়ক।
 ক্লার্কের বিদায়ের পর ষষ্ঠ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন শেন ওয়াটসন ও জেমস ফকনার। ২১ রান করে যাদবের বলে বোল্ড হন ফকনার। তার ১২ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১ ছক্কার মার। দলীয় ২৯৮ রানে ব্যক্তিগত ২৮ রান করে ফেরেন ওয়াটসন। আর শেষ দিকে মাত্র ৯ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের স্কোর পাহাড়ে তোলেন মিচেল জনসন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া